ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ‘কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সর্বসাধারণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি কেউ যাতে বিনা চিকিৎসা মারা না যায়, সে জন্য শতভাগ সাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।’
শনিবার (১৮ অক্টোবর) সকালে নুরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতপুর পাইলট হাইস্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলার ১৪টি ইউনিনের বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ক্যাম্পে চিকিৎসা সেবা নেন। ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকেই আজ পর্যন্ত দৌলতপুর একটি অবহেলিত উপজেলা। এখানে বহু রাজনৈতিক নেতা ক্ষমতাশীন হলেও দীর্ঘ ৫৪ বছরে সে অর্থে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমি যদি দৌলতপুর থেকে মনোনয়ন পাই এবং বিএনপি সরকার গঠন করে, তাহলে দৌলতপুরের ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তরিত করব। স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।’
তিনি বলেন, ‘সন্ত্রাস ও মাদকমুক্ত দৌলতপুর গড়ে তুলতে যা যা করণীয়, তাই করা হবে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় দেড় লক্ষ মানুষ একটি সেতুর অভাবে নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমি এমপি হলে এবং বিএনপি সরকারে এলে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করবো। দৌলতপুরের প্রতিটি কৃষক যাতে ন্যায্য মূল্যে সার ও বীজ পায় তা নিশ্চিত করা হবে।’
নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে কুটির শিল্প স্থাপন এবং সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন শরীফ উদ্দিন জুয়েল।
তিনি বলেন, ‘দৌলতপুরের মা-বোনদের স্বনির্ভর করতে কুটির শিল্প গড়ে তোলা হবে, যেখানে সুদমুক্ত ঋণের ব্যবস্থা থাকবে যেন তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে পারে।’
সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে এমন একটি রাষ্ট্র গঠন করা হবে, যেখানে বৃদ্ধ-বৃদ্ধারা তাদের সন্তানদের দ্বারা অবহেলিত হবে না। এই লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।’
বিকালে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোর্ষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচার ও প্রসারে লিফলেট বিতরণ করেন শরিফ উদ্দিন জুয়েল।
এ সময় তিনি পথসভায় হাজারও জনতার উদ্দেশ্যে দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেনকে নিয়ে প্রতিপক্ষের কিছু নেতা-কর্মীর কটূক্তির প্রতিবাদ জানিয়ে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আলতাফ হোসেন দৌলতপুরে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তাকে অপমান মানে জিয়াউর রহমানকে অপমান।’
এ ধরনের আচরণের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।
সভায় শরিফ উদ্দিন জুয়েল অভিযোগ করেন, একটি মহল মনোনয়ন নিয়ে দৌলতপুরের মানুষের বিশ্বাস ভঙ্গ করছে। তারা অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। যেদিন দল থেকে মনোনয়ন ঘোষণা করবে, তা আপনারা মিডিয়ার মাধ্যমেই জানতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা গুজবে কেউ কান দিবেন না।’
এছাড়াও তিনি মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেন এবং পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন।
কেকে/এমএ