মোহাম্মদপুরের আদাবর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মো. রুবেল ওরফে কুমির রুবেলকে গ্রেফতার করেছে র্যাব-২ ও র্যাব-৮ এর যৌথ দল।
শনিবার (১৮ অক্টোবর) রাতে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের আদাবরের ১০ নম্বর বালুর মাঠ সংলগ্ন এলাকায় নিহত রিপন হোসেনের একটি চায়ের দোকান ছিল এবং তিনি স্থানীয় বস্তির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। অভিযুক্ত রুবেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনে লিপ্ত ছিল। রিপন এ বিষয়ে নিষেধ করলে এবং বকেয়া টাকা চাওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠে। এর জেরে গত ১৬ সেপ্টেম্বর ভোরে পূর্বপরিকল্পিতভাবে রিপনের ঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় রিপনের ছেলে বাধা দিলে তাকেও মারাত্মকভাবে আহত করে।
আহতদের হাসপাতালে নেওয়া হলে ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যান। পরবর্তীতে রিপনের স্ত্রী বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলাটি আমলে নিয়ে র্যাব-২ এবং র্যাব-৮ যৌথ গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কুমির রুবেলকে শনাক্ত ও গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাস-অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ আরআই