রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: ষড়যন্ত্রে দগ্ধ দেশ      কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভয়াবহ আগুন      শাহজালালে ফ্লাইট চলাচল শুরু      আর্জেন্টিনা দলের আঞ্চলিক স্পন্সর হলো ওয়ালটন      সৌদির ফ্লাইট সিলেটে, ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ      বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ      বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, রাতেই চলবে ফ্লাইট      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বেড়েছে চুরি-ছিনতাই, আতঙ্কে বাসিন্দারা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাসায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের একাধিক ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৮ অক্টোবর) ভোর রাতে শহরের হবিগঞ্জ রোডের দুটি ও মৌলভীবাজার রোডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চোরেরা তালা ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ৪ লাখ টাকার জিনিসপত্র চুরি করে।

একই রাতে শহরতলীর উত্তর ভাড়াউড়া ও মাস্টারপাড়া এলাকার দুইটি বাড়িতে চুরি সংঘটিত হয়। এতে নগদ ৫০–৬০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন চুরি হয়।

হবিগঞ্জ রোডের রহমান স্যানিটারী ওয়ারের ম্যানেজার শাহিন মিয়া বলেন, ভোর রাতে চোরেরা দোকানের তালা ভেঙে নগদ দেড় লাখ টাকাসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

মৌলভীবাজার রোডের কাশেম স্টোরের আকিব আহমেদ জানান, দোকানের ৫টি তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

সপ্ন ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারী কৃষ্ণ উড়ান জানান, চোরেরা দোকানের বড় দুইটি এসির পাইপ চুরি করেছে।

উত্তর ভাড়াউড়া এলাকার টিআইবি-শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য বলেন, ভোর ৩টার সময় আমার বাসায় চুরি হয়েছে। চোরেরা আলমিরার ড্রয়ার ভেঙে নগদ ৫০–৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে। ৯৯৯ হটলাইনে পুলিশ সহযোগিতা চাইলে জানানো হয়, পুলিশ ব্যস্ত রয়েছে, পরে আসবে। তবে দুপুর ২টা পর্যন্ত কেউ ঘটনাস্থলে আসে নি।

এছাড়া শুক্রবার রাতে শহরতলীর মণিপুরী রামনগর এলাকায় শিক্ষক হাবিবুর রহমানের বাড়িতে রান্নাঘরের চিমনি দিয়ে প্রবেশ করে ৩ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা ও একটি ল্যাপটপ চুরি হয়। গত ২৮ সেপ্টেম্বর একই এলাকার শিক্ষক সাবিনা ইয়াসমিনের বাসায় ৫ ভরি স্বর্ণ, আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং ৩০ হাজার টাকা চুরি হয়। এর আগে ৫ অক্টোবর রাত ৯টার দিকে, ব্যবসায়ী আফজল মিয়া ও ফয়সল মিয়াকে সাতগাঁও এলাকায় ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই করা হয়। এছাড়া চলতি মাসে শহর ও শহরতলী থেকে একাধিক সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চুরি হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গত মাসে ছিনতাইয়ের ঘটনায় আসামীকে গ্রেফতার করেছি। চুরির ঘটনাগুলো তদন্তাধীন। প্রত্যেক চোরকে শনাক্ত করে গ্রেফতার করা হবে। তিনি জানান, ভুক্তভোগী ৯৯৯ হটলাইনে অভিযোগ জানালেও পুলিশি সেবা কিছুটা দেরিতে গেছে।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান দৈনিক খোলা কাগজকে বলেন, আমি সদ্য শ্রীমঙ্গলে যোগদান করেছি। পুলিশি টহল জোরদার করা হয়েছে। চুরি-ছিনতাই বন্ধে গভীর রাতেও টহল চালানো হচ্ছে। দ্রুততম সময়ে চোরদের আইনের আওতায় আনা হবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   চুরি-ছিনতাই   আতঙ্ক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট টানতে বিশেষ কৌশলে জামায়াত
ষড়যন্ত্রে দগ্ধ দেশ
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি
কাউনিয়ায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলা
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভয়াবহ আগুন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে মৌসুমি পাখির কাছে বিএনপির ঘাঁটি ছেড়ে দেয়া হবে না
চুরাইকৃত মোটরসাইকেলসহ দুই চোর ধরা ভালুকায়
বাঞ্ছারামপুরে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের
নিটার হোস্টেলে সাপের উপদ্রব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
জাবিতে সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close