রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: ষড়যন্ত্রে দগ্ধ দেশ      কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভয়াবহ আগুন      শাহজালালে ফ্লাইট চলাচল শুরু      আর্জেন্টিনা দলের আঞ্চলিক স্পন্সর হলো ওয়ালটন      সৌদির ফ্লাইট সিলেটে, ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ      বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ      বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, রাতেই চলবে ফ্লাইট      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে মৌসুমি পাখির কাছে বিএনপির ঘাঁটি ছেড়ে দেয়া হবে না
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাম উল্লেখ না করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে উদ্দেশ্য করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মেহেদী হাসান পলাশ বলেছেন, ‘কোন মৌসুমি পাখিকে বিএনপির ঘাঁটি খ্যাত বাঞ্ছারামপুর উপজেলাকে ছেড়ে দেয়া হবে না। এখানে ধানের শীষের প্রার্থীই নির্বাচন করবেন। তিনি যে-ই হোক।’

শনিবার (১৮ অক্টোবর) বিকালে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ধানের শীষের প্রার্থীর মনোনয়নের জন্য আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সভায় মেহেদী হাসান পলাশ আরও বলেন, ‘যিনি বাঞ্ছারামপুরের ডান বাম চিনেন না, আগে কখনো বাঞ্ছারামপুরে চেহারা দেখতে আসেননি, জনগণের খবর নিতে আসেননি, তিনি এখন বিএনপিকে মাইনাস করে এমপি হওয়ার জন্য লবিং করছেন।’

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছার সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক  হারুনুর রশীদ আকাশের সঞ্চালনায় সভায বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, মাহবুব হাসান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, লিটন সরকার, আশিকুর রহমান অন্তু, বিউটি আক্তার, রুমা বেগম। 

সভায় অন্য বক্তারা বলেন, ‘বিগত দেড় দশকে আমরা জেল-জুলুম সহ্য করে দল করেছি। ডজন ডজন মামলা নিয়ে ঘুরেছি। জেলে, ধান ক্ষেতে ঘুমিয়েছি। পরিবার ও বাড়ি ছাড়া থেকেছি- মাসের পর মাস। এখন অন্য কেউ এসে বলবে- এই আসন আমার, সেটি হবে না।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   বিএনপির ঘাঁটি   মেহেদী হাসান পলাশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট টানতে বিশেষ কৌশলে জামায়াত
ষড়যন্ত্রে দগ্ধ দেশ
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি
কাউনিয়ায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলা
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভয়াবহ আগুন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে মৌসুমি পাখির কাছে বিএনপির ঘাঁটি ছেড়ে দেয়া হবে না
চুরাইকৃত মোটরসাইকেলসহ দুই চোর ধরা ভালুকায়
বাঞ্ছারামপুরে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের
নিটার হোস্টেলে সাপের উপদ্রব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
জাবিতে সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close