নাম উল্লেখ না করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে উদ্দেশ্য করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মেহেদী হাসান পলাশ বলেছেন, ‘কোন মৌসুমি পাখিকে বিএনপির ঘাঁটি খ্যাত বাঞ্ছারামপুর উপজেলাকে ছেড়ে দেয়া হবে না। এখানে ধানের শীষের প্রার্থীই নির্বাচন করবেন। তিনি যে-ই হোক।’
শনিবার (১৮ অক্টোবর) বিকালে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ধানের শীষের প্রার্থীর মনোনয়নের জন্য আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সভায় মেহেদী হাসান পলাশ আরও বলেন, ‘যিনি বাঞ্ছারামপুরের ডান বাম চিনেন না, আগে কখনো বাঞ্ছারামপুরে চেহারা দেখতে আসেননি, জনগণের খবর নিতে আসেননি, তিনি এখন বিএনপিকে মাইনাস করে এমপি হওয়ার জন্য লবিং করছেন।’
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছার সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক হারুনুর রশীদ আকাশের সঞ্চালনায় সভায বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, মাহবুব হাসান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, লিটন সরকার, আশিকুর রহমান অন্তু, বিউটি আক্তার, রুমা বেগম।
সভায় অন্য বক্তারা বলেন, ‘বিগত দেড় দশকে আমরা জেল-জুলুম সহ্য করে দল করেছি। ডজন ডজন মামলা নিয়ে ঘুরেছি। জেলে, ধান ক্ষেতে ঘুমিয়েছি। পরিবার ও বাড়ি ছাড়া থেকেছি- মাসের পর মাস। এখন অন্য কেউ এসে বলবে- এই আসন আমার, সেটি হবে না।’
কেকে/এমএ