মৃত্যু ঝুঁকি জেনেও স্বপ্ন পূরণের আশায় লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে কাজের সন্ধানে পাড়ি জমাচ্ছেন অনেকেই। কেউ কেউ এই ভয়ংকর যাত্রায় সফল হয়ে ফিরে আসছেন, আবার অনেকে লিবিয়ার মরুভূমি কিংবা ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন। কেউ কেউ আবার গ্রেফতার হচ্ছেন অথবা দালালদের মারধর ও নির্যাতনের শিকার হচ্ছেন।
বরিশালের গৌরনদী উপজেলা থেকে গত দেড় মাসে প্রায় শতাধিক যুবক লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে খাঞ্জাপুর গ্রামের আবুল হোসেন হাওলাদার জানান, দালাল চক্রের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরে আমার ছেলে মেহেদীকে ছাড়া হয়েছে।
এ খবর জানাজানি হলে খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কামাল মোল্লার ছেলে দালাল জাকির মোল্লার বাড়িতে শনিবার নিখোঁজ হওয়া কয়েকজন যুবকের স্বজনরা জড়ো হন।
তারা বলেন, ‘আমাদের পরিবারের যারা এখনও নিখোঁজ রয়েছে, তাদের সন্ধান না পেলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত জাকির মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে, জাকির মোল্লার মা নুরজাহান বেগম বলেন, ‘এই দলের পাঁচজনকে আমার ছেলে মুক্ত করেছে। বাকি যারা আছে, তাদের লিবিয়ার স্থানীয় দালালদের মাধ্যমে ছাড়ানোর চেষ্টা চলছে।’
কেকে/ এমএ