নাটোরের লালপুরে স্ত্রী ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাজন আলী নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রাজন আলী লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে রাজন আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয়ে স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। কয়েকদিন আগে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যান। শনিবার সকালে রাজনের মায়ের সঙ্গেও ঝগড়া হয়। এরপর অভিমান করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি।
দুপুরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের চাচাতো ভাই মো. রাসেল আলী মরদেহটি শনাক্ত করেন।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/ আরআই