সাভারের আশুলিয়ায় অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর সবুজে ঘেরা ক্যাম্পাসে সাপ ও শেয়ালের চলাফেরা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এতে করে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা।
সর্বশেষ শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) রাতে ছাত্রী হোস্টেলের ১০০৩ নম্বর কক্ষে হঠাৎ একটি সাপ ঢুকে পড়ে। এতে উপস্থিত ছাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছাত্রীদের অভিযোগ, ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীদের একাধিকবার ডাকা হলেও তারা সময়মতো উপস্থিত হননি। বাধ্য হয়ে ছাত্রীরাই কোনোভাবে সাপটিকে মেরে ফেলেন। কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মীরা কক্ষে পৌঁছান।
শিক্ষার্থীরা জানান, নিটার ক্যাম্পাসে শেয়াল ও সাপের উপদ্রব নতুন নয়। বিশেষ করে ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকাসহ হোস্টেলের আশপাশে প্রায়ই এসব বন্যপ্রাণী দেখা যায়। এমনকি ভবনের ভিতরেও এর আগেও সাপ ঢোকার ঘটনা ঘটেছে।
তারা মনে করছেন, সবুজ পরিবেশে বন্যপ্রাণীর চলাফেরা স্বাভাবিক হলেও, আবাসিক ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি। নিরাপত্তা কর্মীদের দায়িত্বশীলতা বাড়ানো এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
তাদের আশঙ্কা, এই ধরনের অবহেলা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই অবিলম্বে আবাসিক ভবন ও সংলগ্ন এলাকাকে বন্যপ্রাণী থেকে সুরক্ষিত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
কেকে/ আরআই