রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে গাজীপুরের টঙ্গিতে তার গ্রামের বাড়িতে যান উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি নিলয়ের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।
জানা যায়, গত ১৩ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার চোখে কাঁচের টুকরার আঘাতে গুরুতর আহত হন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
উপাচার্য নিলয়ের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জেনে তাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, নিলয়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং চিকিৎসার সব ব্যয়ভার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। পাশাপাশি তার অসুস্থতার কারণে যেন শিক্ষাজীবন বিলম্বিত না হয়, সে ব্যাপারেও সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন উপাচার্য।
কেকে/ আরআই