বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সোনারগাঁওয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কাঁচপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড কৃষকদলের আয়োজনে ললাটি কুশাব বাঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক সদস্য মো. ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি মো. আল মুজাহিদ মল্লিক।
মো. আল মুজাহিদ মল্লিক বলেন, “বাংলাদেশের কৃষক আজ সবচেয়ে অবহেলিত। তারা ঘাম ঝরিয়ে ধান উৎপাদন করে, কিন্তু ন্যায্য দাম পায় না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলা হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি।”
এসময় আরও বক্তব্য দেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সোনারগাঁও উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির মল্লিক, কাঁচপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিমউদ্দীন, সোনারগাঁও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. হেদায়েতুল্লাহ ও মোক্তার হোসেন, আহ্বায়ক সদস্য মাছুম, জামপুর ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি নুর মোহাম্মদ, কাঁচপুর ইউনিয়ন কৃষকদল নেতা জসিম ও রতন, ছাত্রদল সভাপতি পারভেজ ও সাধারণ সম্পাদক অনয়।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। ন্যায্যমূল্যের অভাবে কৃষকরা এখন হতাশ। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করে একটি টেকসই কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে।
সমাবেশে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন।
কেকে/ আরআই