ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ‘আল্লাহর রহমতে ও জনগণের সমর্থনে আমি নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক প্রশাসন ও স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলবো। শুধু ভোটার নয়, সব শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণের মানুষকে সচেতন নাগরিক মানে গড়ে তোলা ও তাদের প্রাপ্য অধিকার পোঁছে দেওয়া আমার প্রধান ব্রত হবে।’
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় ভাটারা, বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাজধানী উত্তরের ভাটারাস্থ নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সভায় ফজলে বারী আরও বলেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট ও স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি ও জনগণের পাশে দেশ, জাতি ও মানবতার কল্যাণে ছিলাম, আছি ও থাকবো। ‘জুলাই ২৪’ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার আমরা। ঢাকা-১১ আসনে কোন সন্ত্রাসীকে নব্য চাঁদাবাজ হতে দেব না।’
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি ফরিদুল ইসলামের সভাপতিতে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতি অলিউল্লাহ।
সদস্য সচিব ইদ্রিস আকন ও মাওলানা রুহুল আমিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, ইসমাইল হোসেন, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা জাকির হোসেন, মুফতি শাব্বির আহমাদ, মুফতি নিজামউদ্দিন, মুফতি আরমান হুসাইন।
কেকে/ এমএ