উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও একটি তাজা গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশে রফিকের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে তার দেহ তল্লাশির মাধ্যমে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও একটি তাজা গুলি।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অস্ত্র উদ্ধার অভিযান পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান চলমান থাকবে।
কেকে/ আরআই