সিলেট-আখাউড়া সেকশনে দ্রুত নতুন দুইটি ট্রেন চালু ও রেলপথ সংস্কারসহ ৮ দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আমরা শ্রীমঙ্গলবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পর্যটন অঞ্চল আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার করে ডাবল লাইনে উন্নীতকরণসহ দুইটি নতুন ট্রেন দ্রুত চালু না করলে পর্যটন উন্নয়ন ব্যাহত হবে। ভোগান্তি বাড়বে- এসব অঞ্চলের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের।’
মানববন্ধনকারীর ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, সিলেট রেলপথে আধুনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ ৮ দাবি তুলে ধরেন।
মানবন্ধনে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ নেসার আহমদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি কাজী আছমা, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল কবীর, মাগুড়ছড়ার খাসি পুঞ্জির মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াং, ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল।
কেকে/এমএ