সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহাল এলাকার কাশেম মারা বটতলার কাছে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দুই পায়ের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয়রা ধানখেতের পাশের ডোবায় কচুরিপানার নিচে কঙ্কালটি দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। একটি পচা সার্টের কলারও একই স্থান থেকে উদ্ধার করা হয়।
তবে তা নারী না পুরুষের কঙ্কাল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্যান্টের ভিতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করেছে। তবে পা দুটি পুরুষ নাকি নারীর এটা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ফরেনসিক পরীক্ষার জন্য কঙ্কালটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনের পাশাপাশি তদন্ত চলছে।
কেকে/ আরআই