রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: ষড়যন্ত্রে দগ্ধ দেশ      কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভয়াবহ আগুন      শাহজালালে ফ্লাইট চলাচল শুরু      আর্জেন্টিনা দলের আঞ্চলিক স্পন্সর হলো ওয়ালটন      সৌদির ফ্লাইট সিলেটে, ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ      বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ      বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, রাতেই চলবে ফ্লাইট      
দেশজুড়ে
শাহীন স্কুল নন্নী উত্তর বাজার শাখা পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ
মেহেদী হাসান শাকিব, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শাহীন স্কুল নন্নী উত্তর বাজার শাখার পরিচালক শাহ আলমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন স্কুল নন্নী বাজার শাখার পরিচালক হিসেবে যোগদানের পর থেকে শাহ আলম অধিকাংশ শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। এতে কিছু মেধাবী শিক্ষার্থী শাহীন স্কুল থেকে অন্য স্কুলে চলে গেছেন। তার দুর্ব্যবহারের জন্য স্কুলের শিক্ষার্থী উপস্থিতিও কমে যাচ্ছে। এছাড়া শাহ আলমের ষড়যন্ত্রের শিকার হয়ে ৬ জন শিক্ষক একযোগে চাকুরি ছেড়ে চলে গেছেন। 

অভিযোগ রয়েছে- তিনি শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করেন না। তিনি যোগদানের পর নানা কৌশলে অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত আছেন। সম্প্রতি শাহীন স্কুল নন্নী বাজার শাখায় (র‌্যাফেল ড্র) লটারির নামে ক্রিকেট খেলার আড়ালে শাহ আলমের বিরুদ্ধে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এক শিক্ষার্থীর অভিভাবক আশরাফুল আলম উজ্জল বলেন, ‘নবাগত পরিচালক শাহ আলম অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে প্রায়ই দুর্ব্যবহার করেন। কৌশলে অভিভাবকদের কাছ থেকে তিনি অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাকে দ্রুত সরিয়ে না নিলে স্কুলের শিক্ষার মান ও শিক্ষার্থী কমে যাবে।’

আরেক অভিভাবক হালিমা খাতুন বলেন, ‘আমার বাচ্চার জন্য টাই কিনতে গেলে গুছিয়ে কথা বলতে না পারায় আমাকে বকাবকি ও অপমান করে অফিস থেকে বের করে দেন শাহ আলম।’

সদ্য চাকুরি ত্যাগ করা ওই স্কুলের শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘আমারা বিনা বেতনে প্রায় ৩ মাস কষ্ট করে শিক্ষার্থী ভর্তি করেছি। নারী কেলেঙ্কারির জন্য এই স্কুলের তৎকালীন এক পরিচালককে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ওই শুন্য পদে যোগদানের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন শাহ আলম। তিনি শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করে নানা ষড়যন্ত্র ও চাপে রাখেন। ফলে আমিসহ ৬ জন শিক্ষক চাকুরি ছেড়েছি।’

জানতে চাইলে শাহ আলম বলেন, ‘আমি কাউকে চাকুরিচ্যুত, অনিয়ম ও কারও সাথে দুর্ব্যবহার করিনি। এটি একটি তুচ্ছ ঘটনা। কয়েকজন শিক্ষক নিজ উদ্যোগে পদত্যাগ করে চলে গেছেন।’

শাহীন স্কুলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর বলেন, ‘শাহীন স্কুল নন্নী বাজার শাখার পরিচালক শাহ আলমের বিরুদ্ধে অভিযোগের কপি হাতে পেয়েছি। তাকে নোটিশ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  শাহীন স্কুল   নন্নী উত্তর বাজার শাখা   অনিয়ম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট টানতে বিশেষ কৌশলে জামায়াত
ষড়যন্ত্রে দগ্ধ দেশ
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি
কাউনিয়ায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলা
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভয়াবহ আগুন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে মৌসুমি পাখির কাছে বিএনপির ঘাঁটি ছেড়ে দেয়া হবে না
বাঞ্ছারামপুরে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের
চুরাইকৃত মোটরসাইকেলসহ দুই চোর ধরা ভালুকায়
নিটার হোস্টেলে সাপের উপদ্রব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
জাবিতে সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close