এ দেশে কোটি কোটি টাকার দুর্নীতি হয়, সেদিকে ভ্রুক্ষেপ নেই। অথচ জাতি গঠনের কারিগর শিক্ষকদের আমরা সম্মানিত করতে পারছি না, তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে পারছি না। অর্থ মন্ত্রণালয় বলছে, ৫ শতাংশের বেশি দিতে পারবে না বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
রোববার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। শিক্ষকরা তাদের অধিকারের জন্য রাস্তায় দাঁড়াচ্ছেন। শ্বেতপত্র প্রকাশ হয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী আমলের চিত্রে আমরা দেখেছি, ১৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ২৮ লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ৮ বছরের বাজেট নষ্ট করা হয়েছে। এ ছাড়া আরও নানা ফাঁকফোকর রয়েছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদের মাঝে কিছু ব্যক্তি ফিজিক্যালি চ্যালেঞ্জড রয়েছেন। এর জন্য নিশ্চয়ই আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ এর মাধ্যমে আপনাদের পরিক্ষা নিচ্ছেন। আপনাদের প্রচেষ্টায় আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন, আমরা বিশ্বাস করি আপনারা ভবিষ্যতে জাতি গঠনে ভূমিকা রাখবেন।
এ সময় জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজির সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তৌহিদ হাসাইন।
এছাড়া শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ ও অদম্য মেধাবীরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই