গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বানার নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন লিপি আক্তার ও বিলকিস বেগম।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব খোলা কাগজকে জানান, দুই জনের মরদেহ উদ্ধার হয়েছে। কৃষি জমির কুচুরি পানা ভাসাতে গিয়ে লিপি আক্তার, দীনা আক্তার ও অজ্ঞতানামা আরও ২ জন নদীতে ভেসে যায়। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে লিপি আক্তারকে কতর্ব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। অপর ২জন চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী পাঁচ ঘন্টা উদ্ধার চেষ্টার পর বিলকিস নামে আরও একজনককে মৃত উদ্ধার করেছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, পানিতে ডুবে যাওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। টঙ্গী ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল বিলকিস নামের একজনকে উদ্ধার করে। এর আগে লিপি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করেছে। এ নিয়ে দুইজনকে উদ্ধার করা হয়েছে।
কেকে/ আরআই