গাজীপুরে সার ডিলাররা বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল ও সার বিক্রির কমিশন যৌক্তিক পর্যায়ে বাড়ানোর দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সকালে গাজীপুর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আ. কাদির মিয়া ও সাধারণ সম্পাদক মো. মাসুম সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক সার ডিলার সমবেত হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন।
বর্তমান সরকার বিদ্যমান নীতিমালা ২০০৯ পরিবর্তন করেছে। এতে সংশ্লিষ্ট সার ডিলাররা হতাশ হয়েছেন।
গাজীপুর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার বলেন,
‘বাস্তবতার আলোকে নীতিমালা পরিবর্তন করতে হলে অংশীজনের সাথে আলোচনা করে তা করতে হবে। তাই, সার ডিলারদের দাবি বিদ্যমান নীতিমালা বজায় রেখে তাদের ব্যবসায়িক কমিশন বাড়াতে হবে।’
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মো. মোশারফ হোসেন ফকির, নারায়ন চন্দ্র বণিক, আব্দুল মান্নান, শামসুল আলম।
বলে রাখা ভাল, গত ৩০ সেপ্টেম্বর সারবিষয়ক জাতীয় কমিটির সভায় সার পরিবেশক, নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ অনুমোদন করা হয়; যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।
কেকে/ এমএ