মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার অর্থায়নে শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুল মাঠে আন্তর্জাতিক মানের খেলোয়ারদের জন্য রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রকল্পের ঠিকাদারসহ অন্যান্যরা।
পৌরসভা সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে নির্মিত এ প্রকল্পে আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের জন্য রেস্টরুম, ওয়াশরুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
কেকে/ আরআই