কেরানীগঞ্জে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:১৬ পিএম

মো. বাবু
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৮ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাড়ির ভাড়াটিয়া মো. বাবুর (৪০) বিরুদ্ধে।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার রোহিতপুর ইউনিয়নের লাকিরচরের জিল্লু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. বাবু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার জয়মঙ্গল গ্রামের মৃত নবীউল্লাহর ছেলে।
ঐ মাদরাসাছাত্রী ও মো. বাবু জিল্লু মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
বাড়ির মালিক জিল্লুর মেম্বার বলেন, ‘শনিবার বিকাল পাঁচটার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে বাবু মজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। পাশের কক্ষের লোকজন বিষয়টি দেখে শিশুটির পরিবারকে খবর দেয়। পরে তারা গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।’
ঘটনার পর স্থানীয়রা বাবুকে ধরে লাকিরচর যুব সমাজ ক্লাবে নিয়ে যায়। সেখানে উত্তেজিত জনতা তাকে মারধর করলে সে আহত হয়।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু ও শিশুটিকে থানায় নিয়ে আসে।
বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু।
কেকে/ এমএ