রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, দুইজন শনাক্ত      জুলাইয়ের চেতনার কথা বলে ওরা দেশটাকে সংকটের মুখে ফেলেছে : নুর      হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা      বিধি অনুযায়ী এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না : ইসি      রাজধানীতে নারী গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার, যৌন হয়রানির অভিযোগ      পিআর আন্দোলন জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ      পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ      
দেশজুড়ে
অর্থ কেলেঙ্কারি তদন্তের দাবিতে মানববন্ধন, ‎প্রধান শিক্ষক বরখাস্ত
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিক্ষোভে উত্তাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়। বিক্ষুব্ধ জনতার স্লোগানে মুখরিত পুরো এলাকা। সিন্ডিকেট ভাঙতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়েছিলেন তারা। 
রোববার (১৯ অক্টোবর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। দুর্নীতির বিরুদ্ধে মিছিল আর স্লোগানে রূপসদী উত্তর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এসময়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দারের বিরুদ্ধে কোটি টাকা অর্থ কেলেঙ্কারিসহ সীমাহীন দুর্নীতির বিপক্ষে অবস্থান জানান দেন স্থানীয়রা। 
‎বিক্ষোভকারীরা জানান, বিদ্যালয়টিতে দীর্ঘ সময় ধরে চলছে অনিয়ম। কোটি টাকা লোপাট করে নিজেদের আখের গুছিয়েছেন প্রধান শিক্ষকসহ স্থানীয় একটি মহল। এমন সীমাহীন অনিয়ম দেখার যেন কেউ নেই। এমন অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
‎‎
‎সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দারের বিরুদ্ধে কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ আনেন সভাপতি রাশেদুল হক পলাশ। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বেতন ও অন্যান্য ফি যথাযথভাবে ব্যাংকে জমা না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।
‎রাশেদুল হক জানান, জানুয়ারি ২০২০ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত ক্যাশ-খাতা ও ব্যাংক স্টেটমেন্ট যাচাই করার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ লোপাটের প্রমাণ পাওয়া গেছে। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক মূল হিসাব আড়াল করতে ডুপ্লিকেট বা ভূয়া ক্যাশ বই তৈরি করেছেন। 
‎‎
‎এসব নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান সভাপতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনও। 
‎এসব নিয়ে পুরো উপজেলায় তোলপাড় শুরু হলে গতকাল (১৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন নূর মোহাম্মদ জমদ্দার। এই প্রেক্ষিতেই এবার বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয়রা।

অবশেষে, দুপুরে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল হক পলাশের স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের এক কোটি ৩০ লক্ষ টাকা ব্যাংকে জমা না করা ও পূর্বের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ২০২৪ এর ৫৩ ও ৫৪ ধারা অনুযায়ী ১৯ অক্টোবর থেকে দুই মাসের জন্য বরখাস্ত করা হলো। যা প্রয়োজনে বর্ধিত করা হতে পারে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক জানান, সাময়িক বরখাস্ত সংক্রান্ত চিঠি আমি পেয়েছি। কিন্ত, সেটি যথাযথ নিয়ম মেনে করা হয়নি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা বলেন, ‘বরখাস্তের বিষয়টি আমি শুনেছি। তবে, অফিসিয়ালি জানিনি। আমরা কাল সোমবার এ বিষয়ে বসব। তখন, বিস্তারিত বলতে পারব।’

প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দারকে বিকেল পর্যন্ত ফোনে বার বার চেষ্টা সত্বেও যোগাযোগ করা সম্ভব হয়নি।জানা গেছে,  তিনি শিক্ষক আন্দোলনের জন্য ঢাকায় অবস্থান করছেন। অবশ্য, গতকাল (১৮ অক্টোবর)  তিনি সংবাদ সম্মেলন করে স্পষ্টত বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে সভাপতিসহ একটি মহল ষড়যন্ত্র করছে।’

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সীমান্তে একাকার দুই বাংলা, ব্যতিক্রমী ‘সীমান্ত মিলন মেলা’
জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, দুইজন শনাক্ত
চট্টগ্রামে ডিবি পরিচয় তুলে নেওয়া সেই জুয়েলকে গ্রেফতার দেখাল পুলিশ
দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মৌলভীবাজারে অপরিকল্পিত সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

সর্বাধিক পঠিত

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
মাদারগঞ্জে রোগীদের বিএনপি নেতার ফলমূল ও নগদ সহায়তা
আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
খেলোয়ারদের জন্য রেস্টরুম-ওয়াশরুম নির্মাণ কাজের উদ্বোধন
রাজনগরে অর্ধশতাধিক নারী বিএনপিতে যোগদান

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close