প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:৪০ পিএম

ছবি: প্রতিনিধি
নীলফামারী জেলায় ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হয়।
জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্তা (ফেসিং) প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচের সহযোগিতায় ওই গণশুনানির আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।
চওড়াবড়গাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড সদস্য গোপাল চন্দ্র রায়, মো. আব্দুল মালেক, বিনয় চন্দ্র রায়, বিথি রানী রায়, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. রাবেয়া বেগম, ডেমক্রেসিওয়াচের জেলা কো-অডিনেটর মজিবুর রহমান, ইউএসএসের শিক্ষা সমন্বয়কারী আব্দুল কুদ্দুস সরকার, ফেসিং প্রকল্পের কর্মকর্তা আব্দুর রউফ প্রমুখ।
শুনানিতে ইউনিয়নের সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেবাদাতারা।