চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে খালের দুই তীরের শত শত একর ফসলি জমি, বসতবাড়ি, জনপদ রক্ষা বাঁধ ও গুরুত্বপূর্ণ সড়ক বিলীন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট এলাকায় একটি বালুর মহল ইজারা দেওয়া হলেও তার বাইরে আরও দুইটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।
ড্রেজার মেশিন বসিয়ে রাত-দিন বালু তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, এসব অবৈধ বালু উত্তোলনের কারণে খালের তীরবর্তী বাড়িঘর ও কৃষিজমি ধসে পড়ছে। ইতোমধ্যে অন্তত ১৫০ পরিবারের বসতভিটা খালে বিলীন হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেকে এখন ভাড়াবাসায় মানবেতর জীবন যাপন করছেন।
প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মোহাম্মদ জসিম চৌধুরী বলেন, “সর্তা খালের পাড়ঘেঁষে বাপ-দাদার আমলের প্রায় এক একর ফসলি জমি ছিল। রাক্ষুসে সর্তা এখন সব গিলে খেয়েছে। সামান্য যা আছে, তা চাষের উপযুক্ত নয়।”
খালের ভাঙনের জন্য বেপরোয়া বালু উত্তোলনকেই দায়ী করছেন স্থানীয়রা।
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, “বালু উত্তোলনের ব্যাপারে অভিযোগ পেয়েছি। শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/ এমএ