জামালপুর সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে পিংনা নূরানী তা’লীমুল কুরআন মাদরাসা এতিম হেফজ ও কিতাবখানায় হেফজ সমাপনী সবক গ্রহণ ও সব বিভাগের শিক্ষার্থীদের প্রদর্শনী উপলক্ষে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরিদুল কবীর তালুকদার শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সদস্য জামালপুর জেলা ছাত্রদল ও যুবদল সাবেক নেতা মো. মোস্তাফিজুল হাসান রিপন। অতিথি ছিলেন ঢাকা কোরআন বিভাগের খতিব মাওলানা মাকসুদুল কাফী ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. রশিদ, পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ তালুকদার, পিংনা ইউনিয়ন বিএনপির যুবদল সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শাহাজামাল, যুবদল নেতা সাওকায়াত হোসেন, নোমান, পিংনা ইউনিয়ন ছাত্রদল সভাপতি তমাল হোসেন, সাধারণ সম্পাদক মো. রবিউল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, পিংনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়নাল, সাধারণ সম্পাদক হযরত আলী।
অনুষ্ঠান শেষে ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।
কেকে/এমএ