নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার মাসদাইরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শহরের মাসদাইর বাজার ও আশপাশের এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে ৩১ দফা অনন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দফা প্রণয়নের মাধ্যমে প্রমাণ করেছেন তাঁর নেতৃত্বের প্রতি দেশের মানুষ আস্থা রাখতে পারে।
লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন–নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান সুমন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জীবন, যুবদল নেতা আলামিন হোসাইন প্রমুখ।
কেকে/ আরআই