গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৪৭/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে, বিওপি থেকে দুই কিলোমিটার উত্তর-পূর্ব দিকে চিকনপাতাঝিড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।