সংবাদ প্রকাশের জেরে যশোরের কেশবপুর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক বিডি খবরের প্রতিনিধি সাংবাদিক সুশান্ত কুমার মল্লিকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (১৬ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সুশান্ত মল্লিকের উপর হামলা করেছে উপজেলার সরাবপুর গ্রামের উত্তম মল্লিক ও প্রদীপ মল্লিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ সময় লোহার রড ও বাশের লাঠি দিয়ে সুশান্ত মল্লিককে পিটিয়ে জখম করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করেছে হামলাকারীরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনায় কেশবপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদসহ নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
কেকে/ এমএ