শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫,
১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: বাংলাদেশকে বিধ্বস্ত করে সেমিতে অস্ট্রেলিয়া      জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান       কোনো দল চাইলে পরেও জুলাই সনদে স্বাক্ষর করতে পারবে      চট্টগ্রামে সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ভেঙে পড়ছে দেয়াল      অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল : মির্জা ফখরুল      ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ      শনিবার ব্যাংক খোলা থাকবে      
খেলাধুলা
নারী ক্রিকেট বিশ্বকাপ
বাংলাদেশকে বিধ্বস্ত করে সেমিতে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে। মাঝে দুই ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগালেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে কেবল। এরই মধ্যে টানা চার ম্যাচে হেরে ‘কার্যত’ টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে নিগার সুলতানা জ্যোতির দল। 

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। জ্যোতিদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল। পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা। 

ভারতের ভিশাখাপত্নমে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পেয়েছিল টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। 

জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ দশমিক ৫ ওভারেই জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। ২০ চারের মারে ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন অ্যালিসা হিলি। এ নিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন অজি কাপ্তান। এ ছাড়া ৭২ বলে ৮৪ রানে টিকেছিলেন আরেক ওপেনার লিচফিল্ড। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস দুই ওপেনার শুরুটা ভালো করলেও ছন্দপতন হয় দ্রুতই। দলীয় ৩২ রানের মাথায় ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ২৪ বলে ৮ রান করেন ফারজানা। দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার মিলে আবারও জুটি গড়ার চেষ্টা চালিয়েছিলেন। তারা যোগ করেন আরও ৪১ রান। দারুণ ফর্মে থাকা ঝিলিক ৫৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হন। এরপরই মূলত ধস নামে টাইগ্রেস ব্যাটিং অর্ডারে। আসরজুড়ে ব্যর্থ কাপ্তান জ্যোতি আজও ইনিংস বড় করতে পারেননি।

দেড়শোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন সোবহানা মোস্তারি। এদিন ৮০ বলে ৬৬ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ফিফটি। এদিন অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। 

ফিল্ডিংয়ে আজ কিছুটা ছন্নছাড়া ছিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্তত ৫টি ক্যাচ হাতছাড়া করেন ফিল্ডাররা। ক্যাচ মিসের মহড়ার ম্যাচেও বোলারদের কল্যানে প্রতিপক্ষকে দুইশোর নিচেই আটকে রাখা গেছে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলাদা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেন ম্যাগান স্কট।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  নারী ক্রিকেট বিশ্বকাপ   বাংলাদেশ   অস্ট্রেলিয়া  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুই হাত না থাকা শিশু হুমায়রার স্বপ্ন ডাক্তার হওয়া
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন
স্বাস্থ্য কর্মকর্তা মাঈনুল ইসলামের অস্বাভাবিক সম্পদ অনুসন্ধানে দুদক
বাঞ্ছারামপুরে এইচএসসির ফল বিপর্যয়, ইংরেজি ও আইসিটিতে বেশি ফেল
মাদারগঞ্জে বিএনপি ও যুবদলের উদ্যোগে সড়ক সংস্কার

সর্বাধিক পঠিত

স্বাস্থ্য কর্মকর্তা মাঈনুল ইসলামের অস্বাভাবিক সম্পদ অনুসন্ধানে দুদক
দেবিদ্বারে শতভাগ পাশ করা কলেজে এবার পাশের হার ৫৩.৪ শতাংশ
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
বাঞ্ছারামপুরে এইচএসসির ফল বিপর্যয়, ইংরেজি ও আইসিটিতে বেশি ফেল
চাকসুর নবনির্বাচিত ভিপিকে বাগাতিপাড়া প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close