এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল। শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ভরা এই ম্যাচে বদলি খেলোয়াড়দের নৈপুণ্যে সমতা ফেরায় লাল-সবুজরা।
এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মত মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ে অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তাময়।
ম্যাচের ৭৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ ১০ মিনিট পর ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান। রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান। হংকংয়ের গ্যালারি এতে স্তব্ধ হয়।
ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জ্বীবিত ফুটবল খেলে। চতুর্থ রেফারি ছয় মিনিট সময় দেখান। ঐ সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ লম্বা থ্রো থেকে গোলের মুহুর্ত তৈরি করে। গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেলেও পোস্টে রাখতে পারেননি। ফলে, বাংলাদেশকে ১ পয়েন্ট নিয়েই ছাড়তে হয়।
দ্বিতীয়ার্ধে বেশ নিয়ন্ত্রিত ফুটবলই খেলেছে। একাধিক গোলের সুযোগ মিস হয়েছে। ৮৩ মিনিটে ফাহমিদুল গোলের যোগান দিলেও তিনি নিজে দিনের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন। সাদ উদ্দিনের বাড়ানো ক্রস গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে পারেননি। তাহলে বাংলাদেশ আরও আগেই ম্যাচে সমতা আনতে পারত।
ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট আসে ৭৩ মিনিটে, যখন সামিত সোমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এক হংকং ফুটবলার। প্রতিপক্ষ ১০ জনে নামতেই আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরায় লাল-সবুজরা। শেষ মুহূর্তে জয়সূচক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জামাল ভূঁইয়াদের।
কেকে/ এমএ