সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৫’। এই টুর্নামেন্টে বাংলাদেশের ৮টি বিভাগের নামানুসারে গঠিত দলগুলো অংশ নিচ্ছে— ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তার আগেই দলগুলো পুরোদমে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে। গতকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। খেলোয়াড় ও কোচদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুশীলনে অংশ নিচ্ছেন আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা। আয়োজকরা মনে করছেন, মাঠে হবে হাড্ডাহাড্ডি লড়াই। প্রবাসে থেকেও দেশের ফুটবলের প্রতি ভালোবাসা থেকে এ আয়োজনকে তাঁরা দেখছেন এক প্রাণবন্ত প্রয়াস হিসেবে।
চট্টগ্রাম বিভাগের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন বলেন, প্রবাসের মাটিতে এই ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীদের এক টুকরো বাংলাদেশকে কাছে পাওয়ার এক অনন্য মাধ্যম। এখন শুধু অপেক্ষা মাঠে বল গড়ানোর। প্রবাসের মাটিতে এ ফুটবল খেলার আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে থাকা বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদের মাঝে দেশীয় ফুটবলের আবেগ আরও দৃঢ় করা।
সিলেট বিভাগের পৃষ্ঠপোষক মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, খেলাধুলা ছেড়ে যারা অল্প বয়সে প্রবাসের মাঠিতে এসেছেন তাদের জন্য এটা সূবর্ণ সুযোগ। এমন টুর্ণামেন্ট আয়োজনের ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরা নিজ বিভাগের দলে অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও ফুটবলপ্রেমীদের উদ্যোগে এমন বড় পরিসরে এটি প্রথম আয়োজন, যা প্রবাসে থাকা তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
কেকে/ আরআই