মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫,
২৯ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
শিরোনাম: রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ      এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস      সোমবারের উল্লেখযোগ্য সংবাদ      ফের বাড়ল স্বর্ণের দাম      জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      
দেশজুড়ে
নরসিংদীতে বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপি নেতা ইকবাল হোসেন শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করেছেন রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। 

সোমবার (১৩ অক্টোবর) বিকালে রায়পুরা সরকারি কলেজ প্রাঙ্গণে রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের নব ঘোষিত কমিটির পদ বঞ্চিত নেতাকর্মীরা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।

এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা “অবৈধ কমিটি মানি না- মানব না, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, রাতের আঁধারে পকেট কমিটি মানি না- মানব না, শ্যামলের দুই গালে-জুতা মারো তালে তালে”— এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ টিপু বলেন, “গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ইকবাল হোসেন শ্যামল ঢাকায় বসে রায়পুরা সরকারি কলেজ শাখার একটি পকেট কমিটি ঘোষণা করেন। আমরা যারা দীর্ঘদিন মাঠে থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। আমাদের বাদ দিয়ে তড়িঘড়ি করে এ কমিটি গঠন করা হয়েছে। আমরা তৃণমূল নেতাকর্মীরা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং ইকবাল হোসেন শ্যামলকেও রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

সংবাদ সম্মেলনে নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া বলেন, “আমাকে নবগঠিত কমিটিতে রাখা হয়েছে― তবে আমি ওই পকেট কমিটি থেকে পদত্যাগ করছি। ত্যাগী ও মাঠের নেতাকর্মীরা মূল্যায়িত হননি। আমরা তাদের পাশে থেকে এই অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।”

পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল রাতের আঁধারে তার পছন্দের কয়েকজনকে নিয়ে পকেট কমিটি গঠন করেছেন, যা ছাত্রদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

তারা দাবি জানান, এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ টিপু, নবকমিটির (পদত্যাগকৃত) সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া, সভাপতি প্রার্থী মো. মুন্না আহম্মেদ, জোনাক আহম্মেদ, মারুফ আহম্মেদ, আকরাম, সজীব, সায়েম, রুমান, রোহান, তুহিন ও কলেজে শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   বিএনপি নেতা   অবাঞ্চিত ঘোষণা   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ
এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস
অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি
রোনালদোয় মুগ্ধ এমবাপে
চলে গেলেন কালাচাঁদ মিয়া, মির্জা ফখরুলের শোক

সর্বাধিক পঠিত

আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
মহম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস
গাজীপুরে বন্ধ করার পরও আবার শুরু লটারির মেলা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close