অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যক্তিগত পর্যায়ে সবাইকে সাহস ও নিরাপত্তা বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠানের শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে তিনি এ আহ্বান জানান।
এ সময় সানজিদা রহমান আরও বলেন, ‘অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলে কী কী করতে হবে, সেগুলো প্রচার করা প্রয়োজন। অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা খুবই জরুরি।’
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিডিএম) আয়োজনে চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে মহড়াটি পরিচালনা করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের লোকজনও অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন তাৎক্ষণিক করণীয়, মানুষকে উদ্ধার করার কৌশল এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি বাস্তবভাবে উপস্থাপন করা হয়।
মহড়াটির নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রাম প্রসাদ পাল।
সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
কেকে/ এমএ