গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে তিন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় অন্যতম অভিযুক্ত সোলাইমানকে গ্রেফতার করেছে র্যাব-১।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা।
গ্রেফতার হওয়া সোলাইমান নোয়াখালীর চাটখিল থানার মানিকপুর গ্রামের মৃত মুহাম্মদ উল্লার ছেলে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকায় ভাইয়ের সঙ্গে কেমিকেল ব্যবসা করতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল লি: নামের একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী ছিলেন। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে র্যাব তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সোলাইমানকে গ্রেফতার করে। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
কেকে/ আরআই