যশোরের কেশবপুর উপজেলার ঈমাননগর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে হোসেন আলী ও তার স্ত্রীকে একাধিকবার হামলা করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা হোসেন আলীর স্ত্রীর শ্লীলতাহানিও করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ঈমাননগর গ্রামের হোসেন আলী ১৯৯৭ সালে ১ শতক জমি ক্রয় করে এবং আরও ৩ শতক খাস খতিয়ানের জমি সহ মোট ৪ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। প্রতিবেশী আমিনুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল খালেক, হাকিম ও আব্দুর রহিম ওই জমি নিজেদের দাবি করে হোসেন আলীর পরিবারকে দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন করে আসছে।
এদিকে গত ৪ অক্টোবর তারা হোসেন আলীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জমি ছেড়ে দিতে বলে এবং মিথ্যা মামলার হুমকি দেয়। পরে ৯ অক্টোবর দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালিয়ে হোসেন আলী ও তার স্ত্রীকে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হোসেন আলীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগও উঠে এসেছে। তাদের ভয়ে আতংকিত হয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম জানান, আমরা তাদের ওপরে কোনো হামলা করিনি বরং তারা আমার ভাই মাষ্টার আব্দুস সাত্তারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ আরআই