নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নিউ তাজমহল হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টে একাধিক অনিয়ম ধরা পড়ে। এসময় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে রেস্টুরেন্টটির ফ্রিজে বাসি খাবার, রান্না করা মাছের সঙ্গে কাঁচা মাছ-মাংস একত্রে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধও ধরা পড়ে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস টিমও সহায়তা করে।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, খাবারের মান ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা নিয়মিত বাজার তদারকি করছি। খাদ্যে ভেজাল বা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
কেকে/ আরআই