সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: সোমবারের উল্লেখযোগ্য সংবাদ      ফের বাড়ল স্বর্ণের দাম      জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      ইসরায়েলে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি      
দেশজুড়ে
মহম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও ভাতার দাবিতে মাগুরার মহম্মদপুর উপজেলাতে এমপিওভুক্ত (মাসিক বেতন আদেশ) সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।

সোমবার (১৩ অক্টোবর) শিক্ষক-কর্মচারীদের এই ধর্মঘটের ফলে উপজেলার প্রায় ৭০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শ্রেণি কার্যক্রম, পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।

​শিক্ষক-কর্মচারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

​সোমবার সকালে মহম্মদপুর সদরের ঐতিহ্যবাহী কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

​আন্দোলনের মুখে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীরাও শিক্ষকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানায়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলায় মোট প্রায় ৭০টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি স্কুল, ৮টি কলেজ ও ১৮টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

​শিক্ষকদের আন্দোলন কমিটির আহ্বায়ক ও কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুচ আলীর সভাপতিত্বে সভায় অংশ নেন শিক্ষক সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান, শিক্ষক সংগঠনের সভাপতি মো. ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, অন্য সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহম্মেদ কবি, বড়ড়িয়া এ ডব্লিউ সিনিয়র মাদ্রাসার সুপার শরীফ আকতারুজ্জামান, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান। 

অনুষ্ঠানে প্রেস ক্লাব মহম্মদপুরের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল ছিলেন।

এসএম ইউনুচ আলী বলেন, ‘আমার কলেজের সব শিক্ষক-কর্মচারী ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ ক্লাসে ফিরে যাবেন না। আমাদের ন্যায্য দাবি আদায়ে উপজেলার সব শিক্ষক প্রতিশ্রুতিবদ্ধ।’

উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কাজী শফিউল আলম বলেন, ‘আমরা শুনেছি, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। তবে এ বিষয়ে এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।’

​শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   শিক্ষা প্রতিষ্ঠান   কর্মবিরতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি
রোনালদোয় মুগ্ধ এমবাপে
চলে গেলেন কালাচাঁদ মিয়া, মির্জা ফখরুলের শোক
মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে রৌমারী মহিলা কলেজে নিয়োগ কার্যক্রম
সোমবারের উল্লেখযোগ্য সংবাদ

সর্বাধিক পঠিত

জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর
মহম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস
আনিছুর রহমান লাকু ছিলেন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close