সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      ইসরায়েলে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি      শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      
দেশজুড়ে
আনিছুর রহমান লাকু ছিলেন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আনিছুর রহমান লাকু শুধু রাজনীতির সহকর্মী ছিলেন না, ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ সহযোদ্ধা। যার কোন রাগ দেখেনি, অভিমান দেখিনি, যার কোন পারবো না শুনিনি। দলের সংকট-দুঃসময়ে তিনি কখনও পিছু হটেননি। অন্যায়ের বিরুদ্ধে সব সময় ছিলেন সাহসী কণ্ঠস্বর। আমাদের রাজনীতিতে এমন আদর্শবান, ত্যাগী ও নিঃস্বার্থ নেতার অভাব সহজে পূরণ হবে না। লাকুর মতো নেতা সংগঠনের প্রাণ হয়ে থাকেন, তিনি আমাদের মনে অনুপ্রেরণা হয়ে চিরকাল বেঁচে থাকবেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরো শক্তিশালী করব।’

রোববার (১২ অক্টোবর) রাতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত শোকসভায় এসব কথা বলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। 

গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে গঙ্গাচড়া উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সভায় সাইফুল ইসলাম আরও বলেন, ‘আনিছুর রহমান লাকু ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা। দলের সংকটকালেও তিনি সাহসের সঙ্গে নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার মৃত্যু রংপুর বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।’

সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। 

উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, আখেরুজ্জামান মিলন, নাজমুল ইসলাম হুদা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।

সভায় বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুর ইসলাম রাঙ্গা, রংপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুনায়েদ চৌধুরী।

শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  আনিছুর রহমান লাকু   রংপুর   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে ১৫ দালাল গ্রেফতার
মাদারগঞ্জে আদালতের রায় অমান্য করে একই জমি দুই পক্ষে নামজারী
জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
সুন্দরগঞ্জে নিয়োগ বাণিজ্যের অভিযোগের প্রতিবাদ অধ্যক্ষের
ব্রাহ্মণপাড়া সীমান্তে তিন কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

সর্বাধিক পঠিত

টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শিবচরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close