নারায়ণগঞ্জে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৫ দালালকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চিনু ইসলাম, সোমন মিয়া, কামরুল ইসলাম, আলমগীর কবির, মাসুম, ফরিদ, মো. রবিন, শিউলি আক্তার, ফরিদা পারভীন, আম্বিয়া, রাজিয়া বেগম, কাকুলি আক্তার, রোখসানা, শিউলি ও মাকছুদা।
নিবার্হী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির জানান, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগীদের নানাভাবে হয়রানি করছে আসছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এ অভিযোগে জেলা প্রশাসন ও র্যাব এ অভিযান চালায়।
কেকে/ আরআই