ওজন বাড়াতে চিংড়িতে জেলি, সরাইলে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:৩৭ পিএম

ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চিংড়ি মাছে কৃত্রিম জেলি মিশিয়ে ওজন বাড়ানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া মোড় এলাকায় অস্থায়ী মাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।
তিনি জানান, অভিযোগ ছিল—উচালিয়াপাড়া মোড় এলাকার কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে জেলি মিশিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। বিষয়টি নিশ্চিত হতে বাজারে অভিযান চালিয়ে চিংড়ির নমুনা সংগ্রহ করা হয়। পরে দেখা যায়, মাছের ভেতরে কৃত্রিম জেলি মিশিয়ে ওজন বাড়ানো হয়েছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
‘এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে চিংড়ি ব্যবসায়ী মোহাম্মদ উদয়কে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’
কেকে/ এমএ