জনদুর্ভোগ কমাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জনগুরুত্বপূর্ণ একটি সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের প্রায় এক হাজার মিটার অংশের সংস্কার কাজ শুরু হয়।
হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী বলেন, দীর্ঘদিন ধরে সোনাদিয়া ইউনিয়নের আদর্শ গ্রাম সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই কাঁদা জমে যেত, সৃষ্টি হতো বড় বড় গর্ত। এতে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ত। বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে জানালে তিনি নিজ উদ্যোগে সড়কটি সংস্কার কাজ শুরু করেন।
স্থানীয় আবুল কালাম জানান বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন অনেক স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। রাস্তার অবস্থা খুবই খারাপ থাকায় আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। তানভীর উদ্দিন রাজিব সাহেব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করছেন। এতে আমরা আনন্দিত।
স্কুল ছাত্রী সালমা আক্তার বলেন, রাস্তা খারাপ থাকার কারণে বৃষ্টির সময় হেঁটে স্কুলে যাওয়া ছিল কষ্টসাধ্য। এখন সড়কটি সংস্কার হওয়ায় আমরা অনেক খুশি।
এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। প্রতিদিন এ পথে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। সেই বিষয়টি বিবেচনা করে আমি নিজ উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু করেছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং মানুষের কষ্ট লাঘবে সবসময় জনগণের পাশে থাকতে চাই।
কেকে/ আরআই