‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান (ভূঁইয়া)। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ অলি আহাদ চৌধুরী এবং উপজেলা পরিসংখ্যান অফিসার শরীফুল ইসলাম।
এছাড়া বাঞ্ছারামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু জাফর তালুকদার ও টিম লিডার আব্দুল কাদেরের নেতৃত্বে ফায়ার ফাইটার জাকির হোসেন, খায়রুল ইসলাম, জামাল ভূঁইয়াসহ অন্যান্য সদস্যরা অগ্নিকাণ্ড ও উদ্ধার বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে জনসচেতনতা, আগাম প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতা খুবই জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
কেকে/ আরআই