টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ ছাত্র-জনতা।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১১টার দিকে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোল চত্ত্বর এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।
জানা গেছে, রোববার (১২ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যে, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করা হয়েছে। পরে সাংবাদিকরা বিষয়টি যাচাই করে জানতে পারেন, দেশের বিভিন্ন সেক্টর সংস্কারের জন্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদনের ১৮৭ ও ১৮৮ নম্বর পৃষ্ঠায় টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব করেছে। তবে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো সরকারি তথ্য তিনি পাননি এবং বিষয়টি জেলা নেতৃবৃন্দ ও সাংবাদিকদের জানিয়েছেন।
এদিকে, প্রস্তাবের বিরুদ্ধে জেলাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার থেকেই ফেসবুকে নানা পোস্টের মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন।
সোমবার সকাল থেকে ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বরে অবস্থান নিতে শুরু করেন। কালিহাতী, ভূঞাপুরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে এসে বিক্ষোভে অংশ নেন তারা। দুপুর ১২টার দিকে তারা মহাসড়কে উঠে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে উত্তরবঙ্গ ও ঢাকাগামী যানবাহন আটকে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কেকে/ আরআই