আসন্ন রবি মৌসুমে কৃষক পর্যায়ে সঠিকভাবে সার বিতরণ নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার মোছাম্মাৎ শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীরসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় জেলার বিভিন্ন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলাররা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রবি মৌসুমে কৃষকের চাহিদা অনুযায়ী নিয়ম মাফিক ও সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। এজন্য মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনা জোরদার এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় অংশগ্রহণকারী ডিলারদের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।
কেকে/ আরআই