কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে র্যালি, আলোচনা সভা ও মহড়ার মাধ্যমের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- এই প্রতিপাদ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, সমাজসেবা অফিসার জামাল হোসেন, বিআরডিবি অফিসার গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম।
কেকে/ এমএ