সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ      এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস      সোমবারের উল্লেখযোগ্য সংবাদ      ফের বাড়ল স্বর্ণের দাম      জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      
দেশজুড়ে
মাদারগঞ্জে আদালতের রায় অমান্য করে একই জমি দুই পক্ষে নামজারী
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুপ্রিম কোর্টের রায় অমান্য করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একই জমি দুই পক্ষের নামে নামজারীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা হামলার হুমকি পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় ভুক্তভোগীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভুক্তভোগী সুমন আহাম্মেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বালিজুড়ী এলাকার ৩৮ শতাংশ জমিতে ১৯৬০ সাল থেকে তার পূর্বপুরুষরা বসবাস করে আসছেন। পরবর্তী ১৯৮৬ সালে মো. ইস্রাফিল শেখের নামে সরকারিভাবে ভূমিহীন হিসেবে রেজিস্ট্রি কবুলিয়ত সম্পন্ন হয়। কিন্তু ২০০৭ সালে প্রতিপক্ষ একটি চক্র সেই জমি নিজেদের দাবি করে মামলা দায়ের করে। মামলায় ইস্রাফিল শেখের ওয়ারিশদের পক্ষে রায় দেন নিম্ন আদালত, উচ্চ আদালত ও সর্বশেষ সুপ্রিম কোর্টও।

সুমন আহাম্মেদ বলেন, ‘তবে সেই রায় অমান্য করে গত ১৮-২০ জুলাইয়ের মধ্যে প্রতিপক্ষ চারজনের নামে ২৮ দশমিক ৫ শতাংশ জমি নামজারী করা হয়। ফলে একই জমি দুই পক্ষের নামে নামজারী সম্পন্ন হয়। ওই সময় মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন সাদেকুর রহমান, সাব-রেজিস্ট্রার ছিলেন মো. আবু কালাম ও সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্বে ছিলেন সায়েদা খানম লিজা। বর্তমানে সাব-রেজিস্ট্রার ব্যতীত অন্যরা বদলি হয়েছেন।’

সুমন আহাম্মেদ অভিযোগ করে বলেন, ‘ওই জমির ২২ দশমিক ৭৫ শতাংশ ইতোমধ্যে অধিগ্রহণ সম্পন্ন হলেও প্রতিপক্ষ চক্রটি সেই টাকার আত্মসাতের পাঁয়তারা করছে। এ বিষয়ে আমরা গত ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এর প্রতিবাদ করায় গত ৩০ সেপ্টেম্বর আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’

এ ঘটনায় মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আবু কালামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আমরা একটি জিডি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘নায়েব সরেজমিন তদন্তের পর প্রতিবেদন দিলে নামজারী করা হয়। তবে অনলাইনের মাধ্যমে বন্ধের দিনও নামজারী সম্পন্ন করা সম্ভব। আদালতের রায় থাকার পরও কীভাবে নামজারী হয়েছে, তা আমার জানা নেই—কারণ তখন আমি দায়িত্বে ছিলাম না। এখন ভুক্তভোগীরা আমাকে জানালে আমি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।”

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আপনার কাছ থেকেই প্রথম জানলাম। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ‘ভুক্তভোগী পরিবার যদি আমার কাছে আসে, আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   জমি   নামজারী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ
এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস
অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি
রোনালদোয় মুগ্ধ এমবাপে
চলে গেলেন কালাচাঁদ মিয়া, মির্জা ফখরুলের শোক

সর্বাধিক পঠিত

জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর
মহম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস
ওজন বাড়াতে চিংড়িতে জেলি, সরাইলে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close