চুয়াডাঙ্গার জীবননগরে শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার বন্ধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন।
সোমবার (১৩ অক্টোবার) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. আল আমিন।
অনুষ্ঠানে ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার বন্ধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন দাবি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, আইসিটি সহকারী প্রোগ্রাম অফিসার মাহমুদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল আলীম সজল, জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন।
সভায় বক্তারা বলেন, ‘বিদ্যালয়ে রেজুলেশন পাঠানোয় আমরা কার্যকরী উদ্যোগ নিতে পেরেছি। এই রেজুলেশন আমাদের সহায়ক হয়েছে। এভাবে তদারকি চালু থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। এ উদ্যোগের ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরবে। শুধু নিষেধাজ্ঞা নয়, নিয়মিত মনিটরিং ও সচেতনতা কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।’
মো. আল আমিন বলেন, ‘দাবিগুলো যৌক্তিক। আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও নৈতিকতায় অভ্যস্ত করে গড়ে তুলতে চাই। মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহারের নিয়ন্ত্রণ শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে। শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত চলাচল রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।’
কেকে/ এমএ