কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ অক্টোবর) ভোরে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ শাড়ি জব্দ করা হয়।
বিজিবির সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান খোলা কাগজকে বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে এবং থাকবে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে বিজিবি শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
কেকে/ আরআই