নাটোরের লালপুর উপজেলায় সরকারি রাস্তা থেকে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার দায়ে জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর এলাকায় এ অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন।
অভিযুক্ত জিয়াউর রহমান নান্দরায়পুরের হোসেন আলীর ছেলে।
জানা যায়, নান্দরায়পুর এলাকার সরকারি রাস্তা থেকে অবৈধভাবে মাটি কেটে স্থানীয়ভাবে বিক্রি করছিলেন জিয়াউর রহমান। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার প্রমাণ পায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মাটি কাটার কিছু সরঞ্জাম জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য জিয়াউর রহমানকে সতর্ক করা হয়।
মো. আবির হোসেন বলেন, “সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। কেউ অনুমতি ছাড়া সরকারি রাস্তা, ডহর বা নদী থেকে মাটি কাটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
“অবৈধভাবে মাটি কাটা শুধু সরকারি সম্পদের ক্ষতি নয়, পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
কেকে/এমএ