নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বস্তাবন্দি অবস্থায় এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাইকাটেক সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকালে বস্তার ভেতর মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, সোনারগাঁওয়ের মোগড়াপাড়ায় ‘কলাপাতা বার্গার’ নামক একটি রেস্তোরাঁর কর্মী কামরুন নাহার ওরফে সায়মা আক্তার কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিহত যুবতীর স্বজনরা দাবি করেছেন, উদ্ধার হওয়া মরদেহটি সায়মার।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান খান বলেন, মরদেহের পরিচয় সনাক্তে কাজ করছে। নিখোঁজ যুবতীর স্বামীকে খুঁজে পেলে রহস্যের জট খুলবে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা তরুণীকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে এখানে ফেলে যায়। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
কেকে/ আরআই