বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আব্দুল মজিদ কলেজ ভবনের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. সারফুদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা ও আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় একটি আলোকিত মানুষ গড়ার কারখানা। শিক্ষাবঞ্চিত সুনামগঞ্জ জেলাকে আরও এগিয়ে নিতে সুবিপ্রবির ভূমিকা অপরিহার্য। সুবিপ্রবির যেকোনো ভালো অর্জন সুনামগঞ্জবাসীর জন্য আনন্দের। সেই হিসেবে সুবিপ্রবির উপাচার্য মহোদয়ের এমন অর্জনও শুধু সুবিপ্রবি নয় বরং শিক্ষা-বঞ্চিত সুনামগঞ্জ জেলাবাসীর জন্যও অত্যন্ত আনন্দের খবর। আমরা বিশ্বাস করি সুবিপ্রবির শিক্ষার মানোন্নয়নে ভিসি মহোদয়ের এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবর্ধিত অতিথি ও সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, এই অর্জন সুবিপ্রবি পরিবারের সবার অর্জন। আমাকে ইউজিসির সদস্য হিসেবে মনোনিত করায় আমি আনন্দিত। বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে আমি কাজ করে যেতে চাই। সুবিপ্রবিকে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই