জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) নীতিমালার সংশোধনী শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।
সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে জকসু নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের জকসু নীতিমালার যেসব সংশোধনী ছিল, তা সম্পন্ন করা হয়েছে। আজকে চূড়ান্ত করা হয়েছে। কেবল রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন করলেই আইন প্রনয়ন সম্পন্ন হবে। আর কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।
তিনি আরও বলেন, এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রনয়ন হয়ে আসতে কত সময় লাগবে, সেটা তো বলতে পারছি না। তবে জকসু নির্বাচন সঠিক সময়ে হবে আমরা সেই আশাবাদী। তফসিল গঠন ও ঘোষণার আগ মুহুর্তের কাজগুলো করা সম্ভব হবে।
এর আগে, গত ১১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এর আগে গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। আর গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ করে প্রশাসন, যেখানে জানানো হয়—আইন পাস হলে রোডম্যাপ অনুযায়ী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেকে/ আরআই